আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে ব্যাপক সাড়া ময়নাগুড়ি জুড়ে
ময়নাগুড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২ আগষ্ট থেকে প্রতি বুথে বুথে নতুন এক প্রকল্পের সূচনা করেন যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। সেই শিবিরে প্রতি বুথে দশ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে সরকারের তরফে। অর্থাৎ এই শিবিরের মধ্য দিয়ে প্রতিটি বুথের বিভিন্ন সমস্যা যেমন রাস্তা ঘাট, পানীয় জল, স্কুল বেহাল, নলকূপ সমস্যা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেখান থেকেই বুথের সমস্যা গুলি লিপিবদ্ধ করে নেওয়া হয় এবং দ্রুত সমাধানের কাজ শুরু করা হয়। জানা গিয়েছে, আগামী ৯০ দিনের মধ্যেই সমস্যার সমাধান করা হবে। আর সেই কারণে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে সাধারণ মানুষ স্বতস্ফূর্ত ভাবে সাড়া দিচ্ছেন। সোমবার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী নারায়ণ বুথে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেখানে পার্শ্ববর্তী তিনটি বুথ নিয়ে শিবিরটি করা হয়। সাধারণ মানুষ স্বতস্ফূর্ত ভাবেই শিবিরে সামিল হয়েছেন। এই বিষয়ে বিডিও প্রসেনজিৎ কুন্ডু জানান, ময়নাগুড়ি ব্লক জুড়ে বেশ ভালো শিবির হচ্ছে এবং মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
