আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির একগুচ্ছ কাজের শিলান্যাস
ময়নাগুড়ি: আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির একগুচ্ছ কাজের শিলান্যাস করা হল মঙ্গলবার। এদিন ময়নাগুড়ি পৌরসভার পাঁচটি প্রকল্পের কাজের শিলান্যাস করা হয়। এদিন উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিত চক্রবর্তী, পৌরসভার চেয়ারম্যান মনোজ রায়, ভাইস চেয়ারম্যান সোমেশ সান্যাল, প্রাক্তন চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা। এদিন ১১ নম্বর ওয়ার্ডের গ্রাম থান সংলগ্ন বাউন্ডারি ওয়াল ও জলের কলের কাজের শিলান্যাস করা হয়। এছাড়াও তিনটি কংক্রিটের রাস্তা এবং একটি কংক্রিটের পাকা স্ল্যাব বসানোর কাজের শিলান্যাস করা হয়। এদিনের এই শিলান্যাস অনুষ্ঠানের মধ্য দিয়েই ময়নাগুড়ি পৌরসভার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির কাজের সূচনা হলো। ধীরে ধীরে বিভিন্ন ওয়ার্ডের কাজের শিলান্যাস করা হবে বলে জানা গিয়েছে পুরসভা সূত্রে।।
