আমেরিকার মধ্য আকাশত বিমানের মুখামুখি সংঘর্ষ
নিউজ ডেস্ক, শিলিগুড়ি:আমেরিকার ইডাহোত মাঝ আকাশত দুই বিমানের মুখামুখি সংঘর্ষ। ভিলেন হ্রদের উপুরা ভাঙি পড়ে বিমান দুইটা। ঘটনাত আট জনের মরার খবর পাওয়া গেইছে। মরার সংখ্যা আরও বাড়ির পায় বুলিয়া আশঙ্কা করা হচ্ছে। এলাঙ ৬ যাত্রীর কোনো সন্ধান পাওয়া যায় নাই। হ্রদের জলত ডুবি যাওয়ার আগতে ২ যাত্রীর দেহা উদ্ধার করা হইছে। মৃতদের মইধ্যে বাচ্চাও আছে বুলিয়া জানানো হইছে। ইতিমধ্যেই উদ্ধারকারীরা উদ্ধার কাজ শুরু কইরছে। কিভাবে দুর্ঘটনা ঘটিলেক তার তদন্ত শুরু কইরছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন বোর্ড। ছোট যাত্রীবাহী বিমান হওয়াতে বড় ক্ষতি হয় নাই বুলি মনে করা হইছে। তবে বিমানের সৌগ যাত্রী এবং ক্রু সবায় মারা গেইছে এমনটায় দাবি উদ্ধারকারীদের। হ্রদের জলত ডুবুরি নামেয়া চইলছে চান্দাচান্দি। তবে বিমানত ঠিক কতজন যাত্রী ছিল তা জানা যায় নাই।