আরপিএফ এবং জিআরপি এর জন সচেতনতা মূলক কর্মসূচি
বিদ্যুৎ কান্তি বর্মন,ফালাকাটা, ২৬মে :- অনেক সময় চলন্ত ট্রেনে অনেকে ঢিল ছোড়ে আবার অনেক সময় দুষ্কৃতীরা ট্রেনে ছিনতাই করে ট্রেনের চেইন টেনে নেমে যায়, কিংবা অনেকে অসচেতন ভাবে এদিক ওদিক না দেখে পার হয় ট্রেন লাইন যার ফলে অনেকের প্রাণ হানির মত ঘটনা ঘটে। এই সমস্ত বিষয় নিয়ে প্রতিনিয়ত সচেতন মূলক প্রচার চালাচ্ছে আরপিএফ। শুক্রবার অন্যান্য জায়গার মত ফালাকাটার ব্লকের গোকুল নগর,বসাক বাজার সংলগ্ন NN-৪৩ নং রেল গেটে পথ চলতি মানুষদের সচেতন মূলক প্রচার চালালো আরপিএফ এবং জিআরপি।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা স্টেশনের আরপিএফ এসআই হেমন্ত কুমার রায়, ধুপগুড়ির স্টেশনের জিআরপি এসআই উত্তর কুমার রায়, সহ অন্যান্য রেল পুলিশ কর্মীরা। এই দিন বাসক বাজার সংলগ্ন NN-৪৩নং রেল গেটে পথ চলতি মানুষের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেন আরপিএফ এসআই হেমন্ত কুমার বর্মন। এখন বন্দে ভারত ট্রেন চলবে এই রুটে, কেউ যাতে ঢিল ছোড়ার মত অপরাধ না করে কেউ করলে অপরাধ মূলক কাজের জন্য তার জেল জরিমানা হতে পারে। এ ছাড়াও অনেক সময় ছিনতাই এর মত অপরাধ করে চেইন টেনে ট্রেন থামিয়ে পালায় দুষ্কৃতীরা সেরকম ঘটনা নজরে পরলে রেল পুলিশকে খবর দেওয়ার জন্য আবেদন করেন উপস্থিত পুলিশের আধিকারিক গণ। এ জন্য হেল্প লাইন নাম্বার ১৩৯ এই নাম্বারে কল করলেই রেল পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবে জানান পুলিশ কর্তারা। এ ছাড়াও রেল গেট পরলেও অনেক সময় ব্যস্ততার কারণে অসচেতন ভাবে অনেকে রেল গেট পার হয় ফলে যে কোন সময় প্রাণ হানির মত ঘটনা ঘটতে পারে তাই সাব ধানে রেল লাইন পারাপারের উপদেশ দেন এবং যেহেতু এখন বৈদ্যুতিক তারের সহযোগে ট্রেন চলে তাই ট্রেনের শব্দ অনেক কম হয় তাই খুব সাব ধানে দুই দিক লক্ষ করে ট্রেন লাইন পার করার কথাও বলেন তারা। এ বিষয়ে ফালাকাটা আরপিএফ এসআই হেমন্ত কুমার বর্মন বলেন, বিভিন্ন জায়গায় রেলের তরফ থেকে সচেতন মূলক প্রচার চলছে সেই মত ধুপগুড়ির স্টেশন এবং ফালাকাটা স্টেশনের আরপিএফ এবং জিআরপি এর পক্ষ থেকে এই জন সচেতনতা মূলক প্রচার আমরা চালাচ্ছি যাতে সরকারি সম্পত্তি ক্ষতি করার কেউ চেষ্টা না করে পাশাপাশি রেল দুর্ঘটনা এবং রেলের যাত্রী সুরক্ষায় সাধারন মানুষ যাতে সচেতন থাকে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেই আবেদন রাখা হয়।