আরহ একবার সোনা জিতিল রাজবংশী ঘরের সোনার বেটি স্বপ্না বর্মন
আরহ একবার সোনা জিতিল রাজবংশী ঘরের সোনার বেটি স্বপ্না বর্মন। মঙ্গলবার কেরালার কালিকটত অনুষ্ঠিত হওয়া ফেডারেশন কাপের হেপ্টাথলন ইভেন্টত মোট 5800 পয়েন্ট নিয়া সোনা জিতিল জলপাইগুড়ি জেলার সোনার বেটি।
কিন্তু বিতা কয়েকদিন ধরে স্বপ্নাক লাড়াই করিবা হইসে শারীরিক অসুস্থতার বিরুদ্ধে।
এই ফেডারেশন কাপ চলার সময় খাবারের মধ্যে বিষক্রিয়ার ফলে বারবার পায়খানা আর বমি শুরু হয় স্বপ্নার, ফলে শরীর দুর্বল হয়া যায়। স্বপ্না জানাইসে হাইজাম্পের একটা লাফ দেওয়ার পরে টয়লেটত যাবা হয়, দ্বিতীয় লাফের পরে বমি হয়া যায়।
এই অবস্থাত একমাত্র মনের জোরে কঠিন লাড়াই জিতিসে পশ্চিমবঙ্গের এই রাজবংশী বীর যোদ্ধা। হেপ্টাথলনের শেষ ইভেন্ট 800 মিটার দৌড় শেষ করার পরে বিষের বাদে মাঠতে থাকি পড়িসিলো স্বপ্না।
এরপর স্বপ্নার লক্ষ্য কমনওয়েলথ গেমস আর এশিয়ান গেমসত ভাল ফল করা।