আর্থিক অবস্থা খারাপ, নার্সিং নিয়া দিপীকার পড়ার বাধা অর্থ
বিধাননগর: স্বপ্ন পুরন হইল দিপিকার। বাড়ি দাজ্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের আমবাড়িত। এবারের উচ্চমাধ্যমিকত ৯০% নম্বর নিয়া পাশ করিছিলো দিপিকা সিংহ, পরিবারের আর্থিক অবস্থা খুবেই খারাপ, বাবা সামাইন্য দিন মজুর। ইচ্ছা ছিল ইংরাজি নিয়া পড়াশুনা করি ভবিষ্যতে অধ্যাপিকা হবার কিন্তু পরিবারের অবস্থার কথা চিন্তা করি জেএনএম নার্সিং করিবার জন্যে আবেদন করে আর তাতে সফল হয়া দাজ্জিলিংত নার্সিং পড়ার সুযোগ পাইল দিপিকা সিংহ। ভবিষ্যতে দেশ সমাজের কাজত নিজেকে কাজত নাগেবার ইচ্ছা তার। উল্লেখ্য ইয়ার আগোত সমাজ সেবি অজয় ওরাওঁ ইয়ার আগোত তার বগলত থাকিবার আশ্বাস দিয়া আর্থিক সাইয্য করে। এইদিন তার নার্সিংত পড়ার সুযোগ পাওয়ার খবর পায়া তার বাড়িত ফির ছুটি গেইল সমাজ সেবি অজয় ওরাওঁ আর তার সাথত ছিল রাজেন বর্মন। তার ইচ্ছা পুরন হবার জন্যে তাক সম্বর্ধনা দিয়া তার পাশত দাড়েবার প্রতিশ্রুতি দিল। তার নার্সিং পড়াত যাতে কোন অসুবিধা নাহয় সেই বাদে উয়ার পাশত থাকিবার প্রতিশ্রুতি দিল।