আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ খিব শীঘ্র, সম্ভাব্য তিনজনের নাম প্রকাশ
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের বাদে উপাচার্য নিয়োগের জইন্যে রাইজ্য সরকার যে সার্চ কমিটি গঠন করে সেই কমিটিরটে তিনটা নাম প্রস্তাব আকারে পাঠানো হয়। পইলাতে আছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির অধ্যাপক মহেন্দ্র নাথ রায়, তারপর ইকোনমিক্সের অধ্যাপিকা সঞ্চারি রায় আর জলপাইগুড়ি পিডি উইমেন্স কলেজের অধ্যক্ষ শান্তি ছেত্রীর নাম। রাইজ্যের শিক্ষামন্ত্রী টুইট করি সেই নামগিলা প্রকাশ করিসেন। শিক্ষামন্ত্রী টুইট করি জানায়, কল্যানী বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্যের নাম। অধ্যাপক মানস কুমার সান্যাল হবেন কল্যানী বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য। ইয়ার নগতে দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ের বাদে উপাচার্য হিসাবে যে নামের প্রস্তাব করা হয় তার মইধ্যে পইলাতে আছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ কুমার সরকারের নাম। তারপরে আছে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ পূজন সরকার আর কালিম্পং কলেজের অধ্যক্ষ রাজেন্দ্র প্রসাদ ঢাকাল এর নাম।