আলুর বন্ড বিতরণে হয়রানির অভিযোগে পথ অবরোধ আলু চাষীদের
বিদ্যুৎ কান্তি বর্মন,ফালাকাটা:-হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে আলুর বন্ড বিতরণে হয়রানির অভিযোগ তুলে আন্দোলনে নামল আলু চাষীরা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের মাদারিহাট রোডের ২মাইল এলাকার গৌড় হরি হিমঘরে। জানাযায় এদিন আলু চাষীরা ফালাকাটা-মাদারি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান।আলুচাষীদের অভিযোগ হিমঘরের চাষীদের জন্য আলু সংরক্ষণের বন্ড দিতে টালবাহানা করছে হিমঘর কর্তৃপক্ষ অথচ ব্যবসায়ীদের কাছে বন্ড বিক্রি করছে কেনো।দীর্ঘ দিন ধরে কাগজ পত্র জমা নিলেও বন্ড দিতে টালবাহানা করছে হিমঘর কতৃপক্ষ। চাষিদের বঞ্চিত করে আলু ব্যবসায়ীদের গাড়ি গাড়ি আলুর বন্ড বিক্রি করে দিচ্ছে হিমঘর কতৃপক্ষ বলে আলু চাষিদের অভিযোগ।এই অভিযোগে আলু চাষীরা শনিবার ফালাকাটা মাদারি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধ হটাতে পুলিশ চেষ্টা করলেও কোনো ভাবেই আন্দোলন প্রত্যাহার করতে রাজি হননি পথ অবরোধে সামিল কৃষকরা।পুলিশের পক্ষ থেকে বলা হয় আগামী ১২ তারিখ আলোচনা করে সমস্যা সমাধান করা হবে। জানা যায় আগে যাদের বন্ড প্রদান করা হয়েছে তাদের আলু আগে সংরক্ষণ করে আন্দোলনকারীদের বন্ড দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন।আন্দোলনরত কৃষকদের দাবি তাদের বন্ড না দেওয়া পর্যন্ত কোনো আলু হিমঘরে ঢুকতে দেবেন না বলে হিম ঘরে তালা মারে বলে জানা যায় অবরোধ করি আলু বন্ড না পাওয়া কৃষকরা।খনিকের পথ অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় ফালাকাটা মাদারিহাট রোডে।পরবর্তীতে ফালাকাটা ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় আন্দোলন করি আলু বন্ড না পাওয়া কৃষকেরা বলে জানা যায়।এ বিষয়ে ফালাকাটা ব্লক প্রশাসন সুপ্রদীপ মজুমদার জানান পথ অবরোধ জেরে যানজট সৃষ্টি হয়েছিল, ফলে কোভিদ পরিস্থিতি মাথায় রেখে পুলিশ প্রশাসনের এবং ব্লক প্রশাসনের নির্দেশ অনুসারে পরবর্তীতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। সরকারি নির্দেশ অনুসারে ১৩ তারিখ পর্যন্ত ফালাকাটা গৌড় হরি হিমঘর বন্ধ রাখা হয়েছে।আগামীকাল বৈঠকের মধ্য দিয়ে সমস্যার সমাধান এর চেষ্টা করা হবে, সমস্যা মিটে গেলে কোভিদ পরিচিতির নিয়ম বিধি মেনেই কৃষকদের এক এক করে বন্ড দেওয়া হবে।