আসন্ন দূর্গা পূজা নিয়ে প্রশাসনিক বৈঠক মালদা জেলা প্রশাসনিক ভবনের সভা কক্ষে

মঙ্গলবার: নিজস্ব সংবাদদাতা: বিকেলে আয়োজন করা হয় বৈঠকের। সমস্ত ক্লাব কর্তাদের নিয়ে বৈঠক। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব,সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও ক্লাব কর্তারা।এন্ট্রি ও এগজিট গেট কোথায় হবে তা আগে থেকে পুলিশ প্রশাসন কে জানাতে হবে। সরকারি অনুদান অনুমোদিত শতাধিক ক্লাবের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এই বৈঠকে।এদিন ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সেই পূজা যাতে আনন্দের সাথে পালন করা হয় তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি নিয়ম বেধে দেওয়া হয়।৯ থেকে ১০ দিন ধরে হবে পুজোর আয়োজন । প্রশাসনের পক্ষ জানানো হয়,মাত্রাতিরিক্ত তোরণ শহরের বুকে করা যাবেনা। যুগ্ম প্রতিনিধি দল গড়া হবে, বিদ্যুৎ ও জেলা প্রশাসনের পূর্ত দপ্তরকে জরিত করা হবে। মণ্ডপ এর উচ্চতা দেখে কি ধরনের বেস হওয়া উচিত তার পরামর্শ দেওয়া হবে। কোন ধরনের ঝুঁকি নেওয়া যাবেনা। দমকল যাতে মন্ডপ পর্যন্ত পৌঁছাতে পারে তা সুনিশ্চিত করতে হবে।মন্ডপে লাগাতে হবে সিসি ক্যামেরা। বিসর্জন ঘাটে উদ্যোক্তাদের প্রবেশ নিষিদ্ধ। বিসর্জনের সময় দেবিদুর্গার অস্ত্র যাতে আগেই সরিয়ে ফেলা হয়, যাতে নদীতে নামলে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে।এর পাশাপাশি দুর্গা পূজা যাতে সুন্দর ভাবে পালন করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশাসনিক কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *