ইউক্রেন থেকে বাড়ি ফিরল সোহেল শাহিদ
নিউজ ডেস্ক,উত্তর দিনাজপুর: ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজধানী কিভ এ আটকে পড়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাচাকালি বাজারের দুই ভাই সোহেল ও শাহিদ আখতার । এরপর ভারতীয় দূতাবাসের উদ্যোগে সে দেশ থেকে দিল্লি হয়ে শনিবার দুপুর একটায় বাগডোগরা বিমানবন্দরে পা রাখেন দুই সহোদর । ভারতের মাটিতে পা রাখতেই বিমানবন্দরে গিয়ে দুই ভাইকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান তৃণমূল কংগ্রেসের চোপড়া ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ। এছাড়াও দুই ছেলেকে ঘরে ফেরার জন্য বিমানবন্দরে হাজির হন বাবা মতিবুল রহমান । দুই ছেলেকে নিয়ে কাঁচাকালীর বাড়িতে পৌঁছনোর সাথে সাথেই প্রতিবেশীদের ভিড় জমে যায় ঘরের ছেলে দের দেখার জন্য । দুই ছেলেকে চোখের সামনে দেখে খুশির অশ্রু ধরে রাখতে পারেনি মা তাহেরা খাতুন । দীর্ঘ অপেক্ষার পর ইউক্রেনে আটকে পড়া দুই ভাইয়ের ঘরে ফেরার আনন্দে খুশির মেজাজ কাঁচাকালী সহ গোটা চোপড়া ব্লকে ।