ইমাম ভাতা আর পুরোহিত ভাতার বিরোধী বিজেপি সংখ্যালঘু মোর্চা

নিজ খবরিয়া, ধূপগুড়ি: ইমাম ভাতা আর পুরোহিত ভাতা দেওয়ার বিরোধিতা করিল বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেন। ধূপগুড়িত আসি ইমাম ভাতা আর পুরোহিত ভাতা দেওয়ার বাদে রাইজ্য সরকারের কঠোর সমালোচনা করিল আলি হোসেন। মুখ্যমন্ত্রী ইমামলাক মাথাত থুইয়া এতদিন পুরোহিত গিলাক ঠ্যাংয়ের তলোত থুইয়া শাসন করিসে। আলি হোসেনের বক্তব্যের বিরোধিতা করিসে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, গরীব পুরোহিতলার বাতা ভাতার ব্যবস্থা করি মুখ্যমন্ত্রী উমার বগলত খাড়া হইসে।
এইদিন আলি হোসেনের হাত ধরি বিন্নাগুড়ি গ্রাম পঞ্চাইতের বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানষি বিজেপিত ঢুকে। ইয়ার পর ধূপগুড়িত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উবজন দিন উপলক্ষে ধূপগুড়িত গছ গাড়ি সেবা সপ্তাহ পালন করে বিজেপি।
আলি হোসেনের বাইরত আজি হাজির ছিলে জলপাইগুড়ি জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদুল ইসলাম, জেলা সম্পাদক কমলেশ সিংহ রায় সোদে অইন্য নেতালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *