ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সুবল গোপ উত্তর দিনাজপুর ।
ইসলামপুর মহকুমার বিশিষ্ঠ কবি সাহিত্যিক , লেখক সাংবাদিক ও লোকশিল্পীদের উপস্থিতিতে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সোমবার দপ্তরের সামনে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করা হয় । অনুষ্ঠানে কবিতা আবৃত্তি অনুগল্প
এবং বাহান্নর একুশে ফেব্রুয়ারির স্মৃতিচারণ করা হয় । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিউটি চক্রবর্তী । কবিতা আবৃত্তি পাঠ করেন বিশিষ্ট কবি সুশান্ত নন্দী সুভাষ দাস প্রমূখ। বাহান্নর স্মৃতিচারণ করেন ইসলামপুর মহাকুমার বিশিষ্ট কবি ও সাহিত্যিক নিশিকান্ত সিনহা ,এবং এই পত্রিকার প্রতিবেদক সুবল গোপ ,তিনি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির গানটিও পরিবেশন করেন । উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হেদায়েতুল্লাহ ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপ্তরের কর্মী বলাই দাস ।