উত্তরবঙ্গের আলাদা রাজ্যের দাবিকে সমর্থন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, বিধায়কের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেসের
সঞ্জয় হালদার, শিলিগুড়ি :-
উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি তুলেছেন কয়েকজন বিজেপি নেতা।এই দাবিকে সমর্থন জানান জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।এরপর থেকেই বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার ডাবগ্রাম ২ অঞ্চলের মধ্যশান্তিনগর এলাকায় বিধায়ক শিখা চ্যাটার্জির বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা।এদিন ডাবগ্রাম ২ অঞ্চলের যুব সহ সহসভাপতি রনি পালের নেতৃত্বে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তারা।
তৃণমূল কংগ্রেসের যুব নেতা রনি পাল বলেন, বাংলা ভাগ হতে দেব না, যতদিন রক্ত আছে ততদিন বাংলা ভাগ করতে আমরা দেব না। তার জন্য যত দূর যেতে হয় যাবো।এরপরও যদি এই ধরণের চক্রান্ত বন্ধ না হয় তাহলে আরও বড় আন্দোলন করা হবে।
অন্যদিকে শিক্ষা চ্যাটার্জি বলেন, আলাদা রাজ্যের কথা কেউ বলেনি।একটা কথাই বলছি উন্নয়ন চাই, আমাদের উত্তরবঙ্গে উন্নয়ন হোক।