উত্তরবঙ্গের গৌরব: ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন

সাহুডাঙ্গী,২ডিসেম্বরঃ উত্তর-পূর্ব ভারতের মনীষী, কোচ রাজবংশী সমাজের প্রাণপুরুষ ও জাতির পিতা ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণ অবয়ব মূর্তির উন্মোচন করলেন ডাবগ্রাম–ফুলবাড়ীর বিশিষ্ট সমাজসেবী জেপি কানোরিয়া। সাহুডাঙ্গী সংলগ্ন গড়ার মোড়ের ধ্রুবানন্দ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হল এই মহতী অনুষ্ঠান। সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশ ছিল আজকের এই অনুষ্ঠানকে ঘিরে ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম–ফুলবাড়ীর তৃণমূল সভাপতি দিলীপ রায়, জেলা পরিষদের সদস্যা মনীষা রায়, রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হরি দাশ,ক্যাপ্টেন নলিনী রায় সহ এলাকার একাধিক গণমান্য ব্যক্তি ও ক্লাব সদস্যরা। অতিথিদের হলুদ গামছা পরিয়ে বরণ করে নেওয়ার পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সম্মিলিতভাবে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি উন্মোচিত হয়।

সাংস্কৃতিক পর্বের সূচনা হয় বৈরাতী নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনায়। পাশাপাশি আজকের এই বিশেষ দিনে অসহায় ও দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন অতিথিরা— যা অনুষ্ঠানের মানবিক দিকটিকে আরও তুলে ধরে।

জেপি কানোরিয়া জানান, “আমি রাজবংশী কামতাপুরী সমাজকে হৃদয় থেকে ভালোবাসি। ইনাদের আশীর্বাদ পাশে থাকলে আগামী দিনেও এই সমাজের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

জেলা পরিষদ সদস্য মনীষা রায় তিনি জানান দীর্ঘ দিন দাবি ছিলো এই এলাকায় যা আজ পূরুন হওয়াতে খুশি সকলে। আসা করছি নতুন প্রজন্ম এই মহান মানুষে সম্পর্কে আর জানতে পারবে।

প্রাণপুরুষ ঠাকুর পঞ্চানন বর্মাকে স্মরণ করে আজকের অনুষ্ঠান উত্তরবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *