উত্তরবঙ্গের সাহিত্যিক পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়ক দেখিবার গেলেন কামতাপুরী ভাষা একাডেমী চেয়ারম্যান অমিত রায়
শিলিগুড়িঃ উত্তরবঙ্গের খ্যাতনামা সাহিত্যিক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত নগেন্দ্রনাথ রায় বর্তমানে অসুস্থ অবস্থায় শিলিগুড়ির শিবমন্দিরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । আজ সন্ধ্যা তাকে দেখতে হাসপাতালে উপস্থিত হন কামতাপুরী ভাষা একাডেমি চেয়ারম্যান আমিত রায়। ওনার শারীরিক অবস্থার ব্যাপারে খোজ নেন একই সাথে নগেনবাবুর পরিবারের সাথে কথা বলেন। এই দিন নগেনবাবুর বাকি যে লেখাগুলি রয়েছে তাতে বিভিন্ন ভাবে সাহায্য করবে কামতাপুরী ভাষা একাডেমি এই আশ্বাস দেন।
