উত্তরবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম আক্রান্ত মহিলার মৃত্যু

Uploader: Kshiroda Roy

ডেস্ক রিপোর্ট: উত্তরবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু হল প্রথম আক্রান্তের। তিন সপ্তাহ আগে মহিলাটি করোনায় আক্রান্ত ছিলেন, মেডিকেল কলেজে 11 দিন ধরে চিকিৎসা চলছিল শিলিগুড়ি। গত 02 মে তিনি ভর্তি হন মেডিক্যাল কলেজে। করোনার মহামারীর মধ্যে শিলিগুড়িতে কালো ছত্রাক বা শ্লৈষ্মিক রোগের কারণে মৃত্যুর প্রথম ঘটনা জানা গেছে। শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা গায়ত্রী পাসওয়ান (৫০) গত ১১ দিন ধরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন। গায়ত্রী পাসওয়ান তিন সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিল তিনি করোনার থেকে সুস্থ হওয়ার কয়েকদিন পরেই শ্লৈষ্মিক রোগের লক্ষণ দেখিয়েছিলেন। তার চোখ, মুখ, নাক ফুলে গেছে, মুখের রঙ হলুদ হয়ে যাচ্ছে এর পরে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিত্সার সময় তাঁর অনুনাসিক সেলটি পরীক্ষার জন্য ভিআরডিএলএ পাঠানো হয়েছিল। ২৪ মে এর প্রতিবেদনটি ইতিবাচক আসে next পরের দিন মহিলার উপর অপারেশন করা হয়েছিল। তার পর থেকে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। বুধবার সকালে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *