উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দিন দিন বেড়ে চলছে বজ্রপাত

বাপ্পা ময়নাগুড়ি, ১২ সেপ্টেম্বর : উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শুরু হয়েছে ভারী বর্ষণ। এর সাথে সাথে ক্রমশ বেড়ে চলছে বজ্রপাতের পরিমান। তুলনামূলক ভাবে দেখলে গত কয়েক বছর থেকে বজ্রপাত দিন দিন বেড়ে চলেছে। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ । শনিবার ভোর রাতে ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গারহাট এলাকায় রাজেন রায় নামে এক ব্যক্তির বাড়িতে বাজ পড়ে। এরফলে বাড়ির টিনের চাল ফুটো হয়ে যায়। কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণ রক্ষা করেন রাজেন বাবু। এমনকি বাড়ির বিদ্যুতের মিটার লন্ডভন্ড হয়ে যায়।

উত্তরবঙ্গে এবছর স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হচ্ছে । এর সাথে সাথে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে বজ্রপাতের দাপট। কিন্তূ কেন এই বজ্রপাত বৃদ্ধি পাচ্ছে? কি কারন রয়েছে? এর উত্তরে পরিবেশ প্রেমী এবং গবেষকরা মনে করছেন দিন দিন পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে ফলে প্রাকৃতিক দুর্যোগের পরিমান বেড়ে চলেছে। গবেষকদের মতে, প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে এই বজ্রপাতের সংখ্যা অত্যাধিক পরিমানে ছিলো। মাঝে এর পরিমান খুবই কমে গিয়েছে। কিন্তূ গত বছরের তুলনায় এবছর এই বজ্রপাত বেশি লক্ষ্য করা যাচ্ছে। এর অন্যতম কারণ হিসাবে গবেষকরা মনে করছেন, এ বছর স্বাভাবিকের তুলনায় একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর কারণ মৌসুমী বায়ুর পূর্ণাঙ্গ আগমন। এবছর মৌসুমী বায়ুর আবির্ভাবের কারনে যেমন বৃষ্টিপাত বেশি হচ্ছে ঠিক তেমনি আকাশে অত্যাধিক মেঘের আগমন ঘটেছে। মেঘে মেঘে ঘর্ষনের ফলেই এই বজ্রপাত বেশি হচ্ছে। এই বিষয়ে ময়নাগুড়ি কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক এবং গবেষক ডঃ মধুসূদন কর্মকার বলেন,”মেঘে মেঘে ঘর্ষণের ফলেই এই বজ্রপাত হয়। এবছর মৌসুমী বায়ুর পূর্ণাঙ্গ আগমন ঘটায় মেঘের সঞ্চার বৃদ্ধি পেয়েছে। তবে আগামী বছরে এই পরিমাণ বজ্রপাত নাও হতে পারে। এটা পুরোপুরি নির্ভর করছে মৌসুমী বায়ু এবং মেঘের সঞ্চারের উপর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *