উত্তরবঙ্গ কে কেন্দ্রীয় শাসিত অঞ্চল গড়ে না তোলা হলে আসন্ন লোকসভা নির্বাচনে কোন ভোট দেওয়া হবেনা, এই বার্তা দিলেন অল কামতাপুর কোচ রাজবংশী সমাজ
নিজস্ব সংবাদদাতা:রাজগঞ্জ শুক্রবার বিকেলে রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের যুগনি ডাঙ্গা গ্রামে অল কামতাপুর কোচ রাজবংশী সমাজের এককর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়, সম্মেলনে ভিডিও কলের মাধ্যমে জীবন সিংহ এর সাথে কথা বলেন এই সম্মেলনে অংশগ্রহণকারী সবাই। জীবন সিংহ এর বার্তা শোনানো হয় সকলকে, তার পরেই সকলে এই বার্তা দেন উত্তরবঙ্গ কে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে না তোলা হলে কোন ভোট নেই, এই বিশয়ে উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল রায় জানায় জীবন সিংহ এর বার্তা শোনানো হলো কর্মী সভাতে, অন্য দিকে এম ডি হাসিবুল জানায় কেন্দ্র সরকার আমাদের উত্তরবঙ্গকে কেন্দ্রীয় শাষিত অঞ্চল গড়ে তুলবে আশ্বাস দিয়েছিল, সেই বিল পাস হবে আমরা আশাবাদী, উত্তরবঙ্গকে কেন্দ্রীয় অঞ্চল গঠন না করা হলে আসন্ন লোকসভা ভোটে কোন ভোট দেবে না।অল কোচ কামতাপুর রাজবংশী সমাজের সদস্য মনোরঞ্জন রায় বলেন কেন্দ্রীয় সরকারের সাথে জীবন সিংহের শান্তি আলোচনা অতি দ্রুত শেষ করতে হবে। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের আলদা রাজ্যের দাবিতে আন্দোলন করছে। রাজ্য ও কেন্দ্র সরকার এবার উত্তরবঙ্গের মানুষের দাবি মেনে নেওয়া দরকার। না হলে ‘নো ইউটি নো ভোট’ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।