উত্তরবঙ্গ থেকে ইউনেস্কোর অনুষ্ঠানে অংশ গ্রহণ পরিবেশবিদ রাজ বসুর
শিলিগুড়ি : ওয়ার্ল্ড হেরিটেজ ডে উপলক্ষ্যে ইউনেস্কোর ডাকে মধ্যপ্রদেশের ভোপালে ২ দিনব্যাপী আয়োজিত বিশেষ কর্মশালায় অংশ গ্রহণ করেন পরিবেশবিদ রাজ বসু।১৭ এবং ১৮ই এপ্রিল ২ দিনব্যাপী বিশেষ কর্মশালায় উত্তরবঙ্গ থেকে তিনি অংশ নেন।পরিবেশবিদ রাজ বসু বলেন, ইউনেস্কো ৫০ বছর পূর্ণ করেছে।বিশ্ব ঐতিহ্য দিবসের এই বিশেষ কর্মশালায় বলা হয়েছিল, কীভাবে আমরা আমাদের পরিবেশ রক্ষা করে আগামী ৫০ বছর হাঁটতে পারি। তিনি বলেন, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জীবন্ত ঐতিহ্যকে কীভাবে সংরক্ষণ করা যায়, কীভাবে আমাদের পৃথিবী ও আমাদের জল নিরাপদ থাকে প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।