উত্তরের আকাশে রাজনৈতিক হিংসা, হামলা চালিয়ে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি: ভোটের ফল ঘোষণার পর রাজনৈতিক উত্তেজনা উত্তরের আকাশে। সোমবার সকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ও ফালাকাটা বিধানসভা কেন্দ্রের দুটি জায়গায় এবং জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের একটি জায়গায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।সোমবার সকালে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিশুবাড়িতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে আরএসএস ও বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর চালানোর। তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রমণে বাড়ি ছেড়ে পালিয়ে বাঁচেন বিজেপির কর্মীরা। এলাকায় শান্তি ফেরাতে শিশুবাড়ি বাজারে মাদারিহাট থানার পুলিশ ছুটে আসে। মাদারিহাটের বিজয়ী প্রায় বিজেপির মনোজ টিগ্গা বলেন, আমাদের দলের কর্মীদের উপর হামলা চালানো হয়, তবে সবাইকে সংযত থাকতে হবে। তৃণমূলের মাদারিহাটের ব্লক সহ সভাপতি দ্বীপনারায়ণ সিনহা বলেন, ‘ঝামেলার কথা শুনেছি। কারা এসব করেছে জানি না। তবে, দল এই ধরনের কার্যকলাপ সমর্থন করে না।”
অপরদিকে ফালাকাটার বালাসুন্দরে তৃণমূল কংগ্রেস সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপির কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ সকালবেলা গরু চরাতে রাস্তা দিয়ে মাঠে যাচ্ছিলেন ধনঞ্জয় মন্ডল, সে সময় গ্রামের কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থকরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। যার ফলে তারা গুরুতর জখম হন, তাদের মধ্যে দুজন মহিলার হাতে লাগে। তাদের হাত ভেঙে যায় বলে তারা অভিযোগ করেন এবং পিঠে হাতে কেটে যায়। তারা ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারী অভিযুক্তদের বিরুদ্ধে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী সাধন মন্ডল বলেন, ‘বিজেপির বেশ কয়েকজন কর্মী তাদের পরিবারের সাত সদস্যের ওপর আক্রমণ করে।’ বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “আমাদের দলের কোন কর্মী এই ধরনের কাজের সাথে যুক্ত নয়, রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস, তারাই বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করছে।”
ভোটের ফল প্রকাশের পর রবিবার রাত থেকে জলপাইগুড়িতেও শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা। বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি বিধানসভার অন্তর্গত চুড়াভান্ডার গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত সেনপাড়া এলাকায়। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লক লাগোয়া ময়নাগুড়ি বিধানসভার চুরাভান্ডার এলাকায় বিজেপি সমর্থক ও বিএসএফ কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বাড়িতে ঢুকে মোটরবাইক ও ট্রাক্টরে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাড়ির একটি মুদি দোকানে ভাঙচুর এবং লুট চালায় তৃনমুল আশ্রিত দুস্কৃতিরা বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়ায় ময়নাগুড়ির রানিরহাট মোড় এলাকায়। ঘটনাস্থলে ধূপগুড়ি থানা ও ময়নাগুড়ি থানার বিরাট পুলিশবাহিনী। দোকানের মালিক লতিকা সেন বলেন,” সকালেই দুই গাড়িতে করে লোকজন আসে। দোকানে ভাঙ্গাচুর চালায়, দোকান থেকে চাল, ডাল, টাকা লুঠ করে নিয়ে যায়। ওরা তৃণমূলের লোকজন আমরা কোনো দল করিনা।” রবিবার রাতে সাপ্টিবাড়িতে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায় তৃণমূল কংগ্রেস। অভিযোগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়ি-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর দত্ত বলেন, “এটা পুরোপুরি মিথ্যা, উল্টে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা চালানো হয়, তৃণমূলের কর্মীরা কেউ কারও বাড়িতে হামলা চালায়নি। এটা উদ্বেগের ঘটনা, পুরো ঘটনাতেই আমরা অস্বস্তি বোধ করছি।”