উত্তর দিনাজপুরত নয়া ৫ জন করোনা পজিটিভ
সুবল গোপ, চোপড়া, ২২ মে :
করোনার আক্রমণ এইবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া আর চাকুলিয়াত । জানা গেইসে কয়েকদিন আগে হরিয়ানা থাকি বাড়ি ফিরে আসে চোপড়ার ৪ আর চাকুলিয়ার ১ জন গাভুর চেংড়া। এর মইধ্যে ৩ জনের বাড়ি চোপড়ার ৬নং ঘিরনি গাঁও অঞ্চলত, আর এক জনের বাড়ি ৭ নং দাসপাড়া অঞ্চলত। ইমরা ঐন্য রাজ্য থাকি বাড়ি আসিলে উমাক কমলা পাল স্মৃতি মহাবিদ্যালয় এর ( চোপড়া কলেজ ) কোয়ারাইন্টাইন সেন্টার অত রাখা হয় । এরপর ওই ৪ জনের লালা রস এর নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ল্যাবরেটরিত পাঠায় । বিতা আধ রাতিত এই পাচজনেরে করোনা সংক্রমণ ধরা পরে । এই রিপোর্ট উত্তরদিনাজপুর জেলা প্রশাসনের কাছত পাঠায় । এমাক কোভিড হাসপাতালত পাঠাবার প্রক্রিয়া শুরু করে প্রশাসন বলে জানা গেইসে। গ্রিন জোন এলাকাত করোনা সংক্রমণের কারনে সমস্ত চোপড়া বাসিক আরও সচেতন হওয়ার প্রয়োজন বলে অনেকে মনে করেছে।