উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থাকি খাদ্য সামগ্রী বিতরন
ধর্মেন সিংহ, উত্তর দিনাজপুর : ঈদ উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন আরহ গৌরি এলাকার ভিন্ন রাজ্যে থাকি ফিরে আইসা সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকলাক খাদ্য সামগ্রী বিতরন করিল আজিকা। বিজেপির জেলা সভাপতি ডাঙ্গরিয়া বিশ্বজিৎ লাহেরি কহিচেন, এলাকার শ্রমিকলার এলা অভাব চলেচে , আরহ আসিচে ঈদ ওইতানে পরিযায়ী শ্রমিকলাক খুশির ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হইল ।