উদ্ধার কৃত নিষিদ্ধ শব্দ বাজি নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল স্কোয়াড
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ২০ নভেম্বর :- গত দীপালিতে মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা থানার উদ্যোগে উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দ বাজি নিষ্ক্রিয় করা হলো রবিবার। জানা গিয়েছে, এসিজেএম কোর্টের নির্দেশে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড ও অন্যান্য আধিকারিক গণের উপস্থিতিতে এই দিন লতাপাতা গ্রাম পঞ্চায়েতের সাউদের বস গ্রাম এলাকার বুড়ি তোর্সা নদীর তীর বর্তি এলাকায় শব্দ বাজি নিষ্ক্রিয় করা হয় । নিশীগঞ্জ দমকল কেন্দ্রের ওসি বিশ্বজিৎ ব্যানার্জী সহ একটি ইঞ্জিন, ঘোকসাডাঙ্গা থানার ওসি অজিত কুমার শা সহ পুলিশ বাহিনী এবং সিআইডি বোম্ব ডিসপোজাল স্কোয়াড আলিপুর দুয়ার ইউনিট এই প্রক্রিয়ায় অংশ নেন বলে জানা যায়। এই দিন চকলেট বোম, তুবড়ি সহ নিষিদ্ধ প্রায় ৫০ কেজি শব্দ বাজি নিষ্ক্রিয় করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। এ ছাড়াও গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার ঘন্টা সময় লাগে বলেও জানা যায়।