উদ্ধার হীরের আংটি
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ চুরির ২৪ঘন্টার মধ্যে উদ্ধার হীরের আংটি। বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ির কোতয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ চুরির ২৪ ঘন্টার মধ্যে হীরের আংটি সহ দুই লক্ষাধিক টাকার সামগ্রী উদ্ধার করলো। ঘটনায় গ্রেফতার হয়েছে এক কিশোর।
পুলিশ সুত্রে জানা গেছে, জলপাইগুড়ি পুরসভার নিউ সার্কুলার রোড এলাকার বাসিন্দা সৌরভ বিশ্বাসের বাড়ি থেকে গত ২৫ অগাস্ট দুপুরে চুরি হয় হীরের আংটি, সোনার চেন সহ নগদ টাকা। ঘটনার পর তিনি অভিযোগ জানান জলপাইগুড়ি কোতোয়ালি থানায়।
ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি শহরের ৩ নং ঘুমটি এলাকার এক কিশোরের কাছ থেকে চুরি হয়ে যাওয়া হীরের আংটি, সোনার চেন, নগদ সাড়ে দশ হাজার টাকা সহ মোট দুই লক্ষাধিক টাকার সামগ্রী উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের জেরার মুখে চুরি করার ঘটনা স্বীকার করে নেয় ঐ কিশোর। ধৃতকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে।