উদ্বোধন করেন জেলাশাসক
নিউজ ডেস্ক,আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাটে বায়োডাইভারসিটি পার্কের শুভ উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা l এই বায়ো ডাইভারসিটি পার্কে বিভিন্ন ধরনের ঔষধি গাছ, মৌমাছি প্রতিপালন , এবং বোর্ডিং এর ব্যবস্থা রয়েছে। রাজ্য সরকারের অনুমোদনের 10 লক্ষ টাকা ব্যয়ে পার্ক টিকে বিভিন্ন ফুল এবং ফুলের গাছে সাজানো হয়েছে l এই পার্কটি রক্ষণাবেক্ষণের একটি স্বনির্ভর দলকে দায়িত্ব দেওয়া হয়েছে l এই দলের মাধ্যমে টুরিস্টরা টিকিটের মাধ্যমে বোর্ডিং এর পাশাপাশি পুরো পার্কটি পরিদর্শন করতে পারবেন বলে জানা যায় l
এছাড়া এদিন মাদারিহাট এলাকায় দুটি যাত্রী প্রতিক্ষালয় উদ্বোধন করেন জেলাশাসক।