উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, শিলিগুড়ি:আড়াই বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে খুলে গেল নবনির্মিত হেমন্ত সেতু। যা টালা ব্রিজ নামে সর্বাধিক পরিচিত। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন বছর অপেক্ষার পর নতুন টালা ব্রিজ পেয়ে উৎসবের মেজাজে এলাকাবাসী। ২০১৯ এর পুজোর আগে সিদ্ধান্ত হয় যে টালা ব্রিজে ভারী গাড়ি চলবে না, ২০২০ ফেব্রুয়ারি মাসের ১লা তারিখ থেকে টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়। দীর্ঘ লক্ ডাউনেও কাজ বন্ধ হয়নি। এখন ছোট-হাল্কা যান চলবে ব্রিজে। কিছুদিন পর চলবে ভারী যানবাহন। সেতুটি প্রায় ৩৫০ মিটার লম্বা। টালা ব্রিজ করতে খরচ ৫০৪ কোটি টাকা। উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, সহ মেদিনীপুর, মুর্শিদাবাদ যাওয়ার অন্যতম সড়ক পথ বিটি রোডের উপর অবস্থিত এই ব্রিজটি। এই ব্রিজের পাশেই আর জি কর মেডিকেল কলেজ, কলকাতা স্টেশন ও হাতিবাগান বাজার। দমদম স্টেশন ও দমদম বিমানবন্দর যাওয়ারও বিকল্প হিসেবে বিটি রোডের উপর ভরসা করেন বহু মানুষ। পুজোর আগেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল বলে খুশি আট থেকে আশি সকলেই। তবে রেলের জন্য ব্রিজের কাজ শেষ করতে বেশি সময় লাগার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *