উপজন দিনত কাপড়া বিলি

নিউজ ডেস্ক, ময়নাগুড়ি: বেটির প্রথম বর্ষ উব্জনদিন উপলক্ষ্যে দুঃস্থ পরিবারলার হাতত শীত বস্ত্র আর খাবার তুলি দিলেক ময়নাগুড়ি থানার পুলিশ কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়। মঙ্গলবার ময়নাগুড়ির নানান জাগার মোট ৫০ ঝন দুঃস্থ মানষিলাক এই সামগ্রী তুলি দেয় উমা। করোনার তৃতীয় ঢেউ নিয়া উদ্বিগ্ন গোটা দেশ। এই অবস্থাত উব্জনদিন জাঁকজমক ভাবে পালন না করি দুঃস্থলার সেবাত আগেয়া আসিলেন রামমোহন বাবু। ময়নাগুড়ির জল্পেশ বগলাবগলি এলাকাত বাড়ি রামমোহন রায়ের।উমার বেটির নাম ধৃতি রায়। এই বছরেয় ছিল উমার প্রথম বর্ষ উব্জনদিন। আর সেই উব্জনদিন উপলক্ষ্যে সমাজের দুঃস্থ অসহায় মানষিলার সেবা করিলেন রাম বাবু। এইদিন উমা ময়নাগুড়ির জল্পেশ, হুসলুডাঙ্গা, সাপ্টিবাড়ি আর ময়নাগুড়ি এলাকাত এই শীত বস্ত্র আর খাবার বিতরণ করেন। এইছাড়াও উমা মাস্ক আর স্যানিটাইজার তুলি দেন। এনঙকি এই করোনা মহামারী নিয়া মানষিলাক সচেতনও করেন। এই প্রসঙ্গে ময়নাগুড়ি থানার পুলিশ কর্মী রামমোহন রায় কন, ” উমার বেটি ধৃতি রায়ের প্রথম বছর উব্জনদিন পালন। করোনা পরিস্থিতির কারণে অইন্য ভাবে এই দিনটাক পালন করেসেন। এই শীতত মেল্লা দুঃস্থ মানষি আছেন যার যার শীত বস্ত্র নাই। উমারলার কাথা মাথাত রাখি কিছু শীত বস্ত্র, খাবার, মাস্ক আর স্যানিটাইজার তুলি দিলেন। সগায় যেনো সুস্থ ভাবে দিন কাটাবা পারেন ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *