উশু খেলায় সিলভার জয়ী ছাত্রীর পাশে থাকার আশ্বাস কামাখ্যাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজ কর্তৃপক্ষের
উজ্জ্বল অধিকারী, কামাখ্যাগুড়ি, ০১ডিসেম্বরঃ মনিপুরের ইম্ফলে অনুষ্ঠিত হওয়া খেলো ইন্ডিয়া উমেন উশু লিগে সিলভার জয়ী হয়েছেন শহীদ ক্ষুদিরাম কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্রী শর্মিষ্ঠা বর্মন। জানা গেছে, শর্মিষ্ঠার বাড়ি কোচবিহার জেলার টাকোয়ামারী গ্রামে। তার বাবার নাম অনুপ কুমার বর্মন। তিনি একজন পেশায় কৃষক। শর্মিষ্ঠার এই সাফল্যে খুশির হাওয়া বইছে তাদের গ্রামে।এদিন কামাখ্যাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্মৃতিকান্ত বর্মন শর্মিষ্ঠাকে অভিনন্দন জ্ঞাপনের পাশাপাশি তার পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, ২৭ নভেম্বর মনিপুর থেকে ফেরার পর কামাখ্যাগুড়ি রেলস্টেশনে শর্মিষ্ঠাদের সংবর্ধনা জ্ঞাপন করে আলিপুরদুয়ার উশু সংস্থা। শর্মিষ্ঠা জানায়, এরপরে তার লক্ষ্য হল আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করার।