একই দিনে ধূপগুড়ি পুর এলাকায় করোনায় মৃত ৩

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি: এই প্রথম ধূপগুড়ি পুরোসভাতে করোনা আক্রান্ত হয়ে একই দিনে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটলো । ধূপগুড়ি পুর এলাকায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ । চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি তে। মৃতরা ৬ এবং ১২ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান রাজেশ কুমার সিং। দুজনের মৃত্যু হয়েছে কোভিড হাসপাতালে এবং অপর জনের মৃত্যু হয়েছে বাড়িতেই। বেশ কিছুদিন থেকেই করোনার উপসর্গ নিয়ে বাড়িতে ছিলেন। গতকাল রাত থেকে আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় আজ সকালে তার মৃত্যু হয়। ধূপগুড়ি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন যে ভাবে পাল্লা দিয়ে বাড়ছে তেমনি কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে ধূপগুড়ি পুরো এলাকাতে। সেই সাথে হাসপাতালে চলছে করোনা ভেকসিনের প্রথম ডোজ দেওয়ার কাজ। এদিন পরিবহনকর্মী, বনকর্মী, হকার দের ভ্যাকসিন দেওয়া হয় ধূপগুড়ি হাসপাতাল থেকে। ধূপগুড়ি পুর এলাকায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৪ জন এবং গ্রামীণ এলাকায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩৬ জন। স্বাভাবিক ভাবে চিন্তা বাড়ছে প্রশাসনের। ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানান, ধূপগুড়ি পৌর এলাকার বাসিন্দা এমন ১৪ জনের মৃত্যু হয়েছে আজকে পর্যন্ত করোনা দ্বিতীয় ঢেউয়ে। আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে তিনশো। পুরসভার সব রকম ভাবেই করোণা আক্রান্ত পরিবার গুলির পাশে আছে। আজ ধূপগুড়ি পুরো এলাকার হকার, পরিবহন কর্মী এবং পেপার হকারদের ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। উত্তম ঘোষ পরিবহনকর্মী বলেন, আজ আমরা পরিবহন কর্মীরা প্রথম ভ্যাকসিন নিলাম আমরা রীতিমত খুশি ভ্যাকসিন নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *