একক সংখ্যাগরিষ্ঠতায় মানিকচক পঞ্চায়েত সমিতির গঠন করল তৃণমূল
একক সংখ্যাগরিষ্ঠতায় মানিকচক পঞ্চায়েত সমিতির গঠন করল তৃণমূল। সমর্থন জানালো কংগ্রেস সদস্যরা। শান্তিপূর্ণ গঠন পক্ষে সম্পন্ন হতেই বিজয় উল্লাহ সে মাত্র তৃণমূলের নেতা কর্মীরা। ৩২ আসন বিশিষ্ট মালদার মানিকচক পঞ্চায়েত সমিতি।পঞ্চায়েত সমিতির ফলাফলে তৃণমূলের দখলে যায় ১৮টি আসন।সিপিআইএমের ২টি, কংগ্রেসের ৩টি এবং বিজেপির ঝুলিতে যায় ৯ টি আসন।স্বভাবতই এই পঞ্চায়েত সমিতি সংখ্যাগরিষ্ঠতা ছিল তৃণমূলের। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয় পঞ্চায়েত সমিতির গঠন প্রক্রিয়া। কংগ্রেস সমর্থন করাই ২১ সন সদস্যের সমর্থনে পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি হন পিঙ্কি মন্ডল। সহকারি সভাপতি হন আমিনা খাতুন। কোনভাবেই যাতে বিশৃঙ্খলা না ছাড়াই সেদিকে লক্ষ্য রেখে ব্লক প্রশাসনের ভবন জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের তরফে। গঠন প্রক্রিয়া শেষ হতেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা