একদিনের মধ্যেই প্রতিশ্রুতি রক্ষা বিনয় কৃষ্ণের, মুক্তমঞ্চ তৈরির কাজের শিলান্যাস করলেন মন্ত্রী

বিদ্যুৎ কান্তি বর্মন, ঘোকসাডাঙ্গা:- মুক্তমঞ্চ তৈরির কাজের ফলক উদ্বোধন করলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী তথা মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন। ১লা ফাল্গুন মাথাভাঙা দুই নং ব্লকের অন্তর্গত সিঙ্গিজানি পঞ্চানন মোড় এলাকায় মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৬ তম জন্মজয়ন্তী উৎযাপনে এসে ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন। সেখানেই সিঙ্গিজনি পঞ্চানন স্মারক সমিতির পক্ষ থেকে একটি আবেদন রাখা হয় একটি মুক্ত মঞ্চ ও রাজবংশী জাতির জনক ঠাকুর পঞ্চানন বর্মা একটি পূর্ণ মূর্তি স্থাপনের। সেই আবেদন গ্রহণ করে মন্ত্রী জানান পাড়ায় সমাধান প্রকল্পের মধ্য দিয়ে কাজটি করা হবে।সেই আবেদন ও নিজের প্রতিশ্রুতির কথা বাস্তবায়িত করতে সোমবার সেই মুক্তমঞ্চের শিলান্যাস করেন ফলক উন্মোচনের মধ্য দিয়ে। অর্থাৎ রবিবার সিঙ্গিজনি পঞ্চানন স্মারক সমিতির আবেদন মেনে নিয়ে যে প্রতিশ্রুতি দেন পরদিনই সেই প্রতিশ্রুতি রক্ষা করতে মাথাভাঙা দুই নং ব্লকের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের মাঠে পাড়ার সমাধান প্রকল্পের মধ্য দিয়ে ৩৩ লক্ষ ৯ হাজার ৩১১ টাকা টাকা বরাদ্দ করে একটি মুক্তমঞ্চের ফলক উন্মোচন করলেন মন্ত্রী। এই দিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদেব বিশ্বাস, উপ প্রধান রবীন্দ্রনাথ বর্মন, সিঙ্গিজানি পঞ্চানন স্মারক সমিতির সদস্য সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *