একদিনের মুষলধারে বৃষ্টিতে ভেঙে পড়ল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক
বিদ্যুৎ কান্তি বর্মন, সিঙ্গিজানি,১৬জুন:- স্থানীয় সূত্রে জানা যায় প্রায় পাঁচ-সাত বছর আগে তৈরি হয় মাথাভাঙা 2 নং ব্লকের বড় শোলমারী অঞ্চলের অন্তর্গত জিগা বাড়ি ঘাট পঞ্চানন মোড় থেকে জলঢাকা নদী কাউয়ার ঘাট পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটারে পাকা রাস্তা তৈরি হয় প্রধানমন্ত্রী গ্রামীণ বিকাশ সড়ক যোজনা মাধ্যমে । তার মাঝে তিন বছর আগে একবার রিপেয়েরিং করা হলেও এবছর বর্ষা শুরুর আগেই একদিনের বৃষ্টিতে রাস্তার দুই পাড় পুরোপুরি ভেঙে যায়। ফলে চার চাকা সহ একাধিক যানবাহন চলাচল বন্ধ হয়ে বলে জানান স্থানীয় সৈকত বর্মন, গৌতম বর্মন সহ অনেকে বলেন।
এ বিষয়ে বড় শৌলমারী অঞ্চলের প্রধান মহাদেব বিশ্বাস জানা এবিষয়ে বিডিও সাহেবের সাথে কথা হয়েছে বিপদ কালীন কাজে মধ্যে দিয়ে তা মতামত করা চেষ্টা করছি।