একশো দিনের কাজ নিয়ে সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিউজ ডেস্ক, মাথাভাঙ্গা: ১০০ দিনের কাজ নিয়ে ভাঙচুর সহ সরকারি কর্মচারীকে মারধর করেন বিজেপির একাংশ কর্মী সমর্থক বলে অভিযোগ করেন তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে। তৃনমূল কংগ্রেসের স্থানীয় নেতা তথা সংশ্লিষ্ট ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মজিরুল হোসেন এবং প্রধান মহেশ চন্দ্র বর্মন জানান, বিজেপির কর্মীরা নিজেদের পছন্দসই নাম ঢোকাতে চেয়েছিলেন কিন্তু সুবিধাজনক পরিস্থিতি না পেয়ে চেয়ার টেবিল, কম্পিউটার, ভাঙচুর করে এবং নির্বাহী সহায়ক জয়ন্ত রায় বসুনীয়াকে মারধর করেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে আসেন মাথাভাঙ্গা থানার আই সি প্রদীপ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী এবং ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করেছে বলে জানান মাথাভাঙ্গা পুলিশ। নির্বাহী সহায়ক জানান আমার উপর অতর্কিত হামলা চালায় কিছু যুবক, এলোপাতাড়ি চড়, ঘুসি মারা হয় এবং মাটিতে ফেলে লাথিও মারা হয় বলে অভিযোগ। বিডিও সম্বল ঝাঁ জানান, নয়ারহাট গ্রাম পঞ্চায়েত অফিসে সরকারি কর্মীর উপর আক্রমণ হওয়া একেবারে কাম্য নয়, লিখিত অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার কথা অস্বীকার করেছেন কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন। তিনি জানান, বিজেপিকে কালিমালিপ্ত করতে তৃনমূল কংগ্রেসের রাজনৈতিক অভিসন্ধি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোন কর্মী জড়িত নেই বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *