একশ দিনের কাজ না পাওয়া সহ অন্যান্য অভিযোগ নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে দরবার বিজেপির।
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ২৬ মে:- দেশ জুড়ে চলছে লক ডাউন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা মাথায় রেখে সরকারি নিয়ম মেনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অল্প অল্প করে শুরু হয়েছে একশ দিনের কাজ যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো আর্থিক ভাবে উপকার পায়। সেই মত মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতেও শুরু হয়েছে কাজ। এই একশ দিনের কাজে বিজেপি কর্মীদের কাজ দেওয়া হচ্ছে না এমনকি বিজেপি পঞ্চায়েত দের অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। এ ছাড়াও আরো অন্যান্য অভিযোগ নিয়ে মঙ্গল বার গ্রাম পাঞ্চায়েত অফিসে অভিযোগ জানাতে উপস্থিত হন বিজেপি নেতৃত্ব ধীরেন্দ্র নাথ মজুমদার, গুরু প্রসাদ বর্মন সহ অন্যান্য কর্মী বৃন্দ। সেই সময় গ্রাম পঞ্চায়েত অফিসে উপস্থিত ছিলেন লতাপাতা গ্রাম পঞ্চায়েত উপ প্রধান বৈদ্যগোপাল সরকার ও নির্মাণ সহায়ক মানস বৈষ্ণব। বিজেপি কর্মীদের সব কথা শোনার পর উপ প্রধান বৈদ্য গোপাল সরকার বলেন, পঞ্চায়েত দের অন্ধকারে রেখে কাজ করা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তবুও বিষয়টি বোর্ড মিটিং এ সমস্ত পঞ্চায়েতদের নিয়ে আলোচনা করে ঠিক করা হবে। এই প্রতিশ্রুতি পেয়ে বিজেপি কর্মীরা আশ্বস্ত হন এবং বোর্ড মিটিং এ যাতে বিষয়টি দেখা হয় এই আবেদন রাখেন বিজেপি কর্মীরা বলে জানান বিজেপি ৫ নং জেটপির সাধারণ সম্পাদক গুরু প্রসাদ বর্মন।