একুশের বিধানসভা আসছে তেড়ে শাসক-বিরোধী দেওয়াল দখলে মরিরা দুইদলে

বিদ্যুৎ কান্তি বর্মন,ঘোকসাডাঙ্গা:-
একুশের বিধানসভা আসছে তেড়ে দিনখন ঘোষণার আগেই জোর প্রস্তুতিতে ব্যাকুল  শাসক-বিরোধী উভয় দলেই।ইতি মধ্যে বিভিন্ন দলের পক্ষ থেকে দেওয়াল দখল করতে মরিরযা হয়ে উঠেছে মাথাভাঙ্গা বিধান সভা জুড়ে। জানাযায় মাথাভাঙ্গা বিধানসভা জুড়ে দলীয় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল দখল বা প্রতীক  চিহ্ন লিখনে মরিয়া শাসক-বিরোধী উভয় দলেই।ইতিমধ্যে মাথাভাঙা দুই নং ব্লক জুড়ে দেওয়াল লিখনের কাজ শুরু করলেন যুব তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা যেমন ঠিক তেমনি ওপর দিকে বিজেপি কর্মী-সমর্থকরাও। এ বিষয়ে মাথাভাঙা দুই নং ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের  সভাপতি কমলেশ অধিকারী জানান মূলত দেওয়াল দখল করতে মাথাভাঙা দুই নং ব্লকের দশটি অঞ্চল জুড়ে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রথম পর্যায়ের লেখা শুরু করেছি কিছু কিছু জায়গায়  দলীয় প্রতীক চিহ্ন আঁকা হয়েগিয়েছে বিশেষত বাজারগুলিতে দলীয় ফ্ল্যাগ লাগানো হয়ে গিয়েছে। যদিও এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি তার আগ মুহূর্তে মূলত দেওয়াল দখল করতে আমাদের এই উদ্যোগ এতে নির্বাচিত প্রার্থীর কাজের সুবিধা হবে মানুষের পাশে দাঁড়ানোর সময় পাবে এবং আমরা এই কর্মসূচী শেষ হলে পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি তুলে ধরবো।তৃতীয়বারের জন্য আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী হবে যে যাই বলুক না কেনো ।

অপরদিকে বিজিপি মাথাভাঙ্গা বিধানসভার সহ সংযোজক ইন্দ্রজিৎ দেবনাথ জানান আমরা অলরেডি ২৭০টা বুথ মধ্যে ২৫০বুথে এর প্রত্যেক বুথে কোথাও১০টিআবার কোথাও১৫টি করে দেওয়াল দখল করতে পেরেছি আমরা খুব তারা তাররি প্রতীক চিহ্ন ব্যবহার করে দেওয়াল লিখুন শুরু করব। আমরা ১০০% এই মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্র জিতব, কি করে ১৫হাজারের উপর লিট দেওয়া যায় আমার সেই প্রস্তুতি করছি। সম্ভবত আমাদের দেখে যুব তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখন শুরু করেছে তবে সেটি মূলত উনিশ-বিশা অঞ্চলের লক্ষ্য করা যাচ্ছে, অন্য কোথাও সেরকম প্রভাব নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *