একুশের বিধানসভা কে পাখির চোখ করে বিভিন্ন কর্মসূচি শুরু করলো বড়োশৌলমারী অঞ্চল তৃণমূল কংগ্রেস
বিদ্যুৎ কান্তি বর্মন,সিঙ্গিজানি,৫জুলাই:- বৎসর পেরোলেই ২০২১ এর বিধানসভা ভোট। এই বিধানসভা কে পাখির চোখ করতে বিরোধীদলের পাশাপাশি শাসক দল বিভিন্ন কর্মসূচি পালন করছে বলে জানায় ।তবে এদিন রবিবার মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বড়ো শৌলমারী অঞ্চলের ৫ নম্বর বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূল নেত্রী তথা মমতা ব্যানার্জির কথা মেনেই আনুষ্ঠানিকভাবে ৬ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচির সাধারণ সভার দিনক্ষণ প্রকাশ করা হয় বলে জানান বড়ো শৌলমারী অঞ্চল তৃনমূল কংগ্রেসের পরিচালন কমিটির সদস্য ধনিরাম বর্মন সাথে তিনি আরো জানান এদিন এই কর্মসূচির মধ্য দিয়ে এই সাতটি পরিবারকে নবীকরণ এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসে যোগদান করা হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কনভেনার হরিপদো মিত্র ,গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদেব বিশ্বাস ,পঞ্চায়েত সমিতির সদস্যা বাসন্তী বর্মন সহ অনেকেই।