একুশের বিধানসভা কে পাখির চোখ করতে তোড়জোড় নবীকরণে হুড়োহুড়ি
বিদ্যুৎ কান্তি বর্মন, সিঙ্গিজানি,৯জুলাই: মাথাভাঙ্গা বিধানসভার বড়ো শৌলমারীতে একুশের বিধানসভা কে পাখির চোখ করতে তৃণমূল ও বিজেপির তোড়জোড় নবীকরণ এর হুড়োহুড়ি। জানা যায় ৮ ই জুলাই বুধবার দলীয় সভার মধ্য দিয়ে বালাসুন্দর জুনিয়ার হাই স্কুলের মাঠে তৃণমূলের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন এর হাত ধরে ৭৬টি পরিবার তৃণমূলে যোগদান করেন বলে তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে জানা যায়। কিন্তু রাত পোহাতেই সেই
বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া ৭৬ টি পরিবার মধ্যে থাকা আবারো ৪০টি পরিবার পুনরায় বিজেপিতে যোগদান করল বলে জানান কোচবিহার জেলার বিজেপির যুব মোর্চার সম্পাদক সঞ্জয় সরকার। জানা যায় এদিন দলীয় কর্মসূচির মধ্য দিয়ে ২এর৩৩ নং বুথে শাল্টির ডাঙ্গা গ্রামের কিরণ বিশ্বাসের বাড়িতে দলীয় সভার মধ্য দিয়ে পুনরায় এই চল্লিশটি পরিবারকে নবীকরণ এর মধ্য দিয়ে আবারও পুনরায় বিজেপিতে ফিরে আসে এবং উনাদের হাতে পতাকা তুলে দেন বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য আশিস দাস , কোচবিহার জেলা 5 নং মণ্ডল কমিটির যুব মোর্চার সভাপতি বনোদেব সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
অপরদিকে বড়োশৌলমারী অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপঙ্কর বর্মন জানান প্রত্যেকটি পরিবার আমাদের দলে আছে এরকম কোন তথ্য আমাদের কাছে নেই পুরোটা ভুয়ো বিজেপি মিথ্যা প্রচার চালাচ্ছে।