একুশের ভোটকে পাখির চোখ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বড়ো দায়িত্ব দিল তৃনমূল
নিজস্ব সংবাদদাতা,করনদিঘী,১১ জুলাই:২০২১ বিধানসভার ভোটকে পাখির চোখ করে শক্ত হাতে ঘর গোছাতে শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস।এবার তার সরাসরি প্রভাব দেখা গেলো আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও।করনদিঘী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা আদিবাসী আন্দোলনের মুখ্যপাত্র স্যামূয়েল মার্ডীকে সুযোগ্য যোদ্ধা মনে করে উত্তর দিনাজপুর আদিবাসী তৃণমূল কংগ্রেসের সভাপতির দ্বায়িত্ব দেওয়া হল।করনদিঘীর বিভিন্ন আদিবাসী অধ্যুসিত এলাকায় যথার্থ সুনামের সাথে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের একত্রিত করার বহু অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিন ধরে।পূর্ব অভিজ্ঞতা ও তাৎক্ষনিক উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে আদিবাসীদের উন্নয়ন ও দলীয় কর্মে অনেকটাই সফল হবেন আশা রেখেই নির্বাচিত হয়েছেন বলে দলীয় সূত্র মনে করেন।আজ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল জেলার বিভিন্ন ব্লকের ১৯ জনের কমিটিতে করনদিঘী ব্লক থেকে স্যামূয়েল মার্ডীকে সভাপতি এবং রায়গঞ্জ ব্লক থেকে স্বপন মুর্মুকে সম্পাদক হিসেবে ঘোষনা করেন।নবনির্বাচিত সভাপতি স্যামূয়েল বাবু জেলা তৃণমূল কংগ্রেস কমিটি ও জেলা সভাপতি তাহার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন।এছাড়া আগামীতে মাননীয়া মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা প্রতিটি আদিবাসী বাড়িতে পৌছে সকলকে দলে সামিল করার আশ্বাস দিয়েছেন।