এক কিমি দূর থেকে বয়ে আনতে পানীয় জল,অনেকে ছেড়েছে গ্রাম,ভোট বয়কটের হুশিয়ারি

চাঁচল, ০৩এপ্রিল গ্রীষ্মের মুখে পানীয় জলের অভাবে হাহাকার গ্রামজুড়ে। জলের চাহিদা মেটাতে ফাঁকা মাঠ বাগান পেরিয়ে ছুটতে হয় এক কিমি।রাতে জল ফুরোলে সকালের অপেক্ষা করতে হয় তাদের।তৃষ্ণার্ত গ্রামবাসীর আক্ষেপ, কবে প্রশাসন আমাদের দিকে ফিরে তাকাবে।মালদহের চাঁচল ১ ব্লকের কলিগ্রাম পঞ্চায়েতের কদলা গ্রামের জল সঙ্কটের খবর সামনে এসেছে।পানীয় জলের প্রকল্পের কোনো ব্যবস্থা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে চাঁচল ১ ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার কদলা মাঠে ত্রিশ জন ভূমিহীন কর্তাকে পাট্টা দিয়ে জমি দেয় রাজ্য সরকার।সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে তারা।কিন্তু এক দশক কাটলেও আজও পর্যন্ত স্থায়ীভাবে জলের সমস্যা মিটেনি সেখানে।
দীর্ঘদিন ধরে দূর দূরান্ত থেকে জল বয়ে দিনযাপন করে চলছে দুস্থ্য পরিবারগুলি।গ্রামবাসীর দাবি মেনে দুই বার চাপাকল বসানো হয় কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তরফে।সেই চাপাকল থেকেও ছয়মাস ধরে জল আসছেনা।এমতাবস্থায় জল সঙ্কটে জেরবার গোটা গ্রাম। পঞ্চায়েতের তরফে
দুইবার চাপাকল বসানো হলেও ভূগর্ভস্থে লেয়ার না পাওয়ায় এই সমস্যা হচ্ছে।সেখানে সাব মাসির্বলের প্রয়োজন,তবে তা বর্তমানে পঞ্চায়েতের পক্ষে সম্ভব হচ্ছেনা।পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা বলেন,কিভাবে দ্রুত সঙ্কট মেটানো যায় প্রশাসনের সাথে আলোচনা করা হচ্ছে।গ্রামবাসীর দাবি,কদলা এলাকায় ত্রিশটি পরিবার বসবাস করলেও বর্তমানে হাতেগোনা মাত্র ছয়টি পরিবার রয়েছে বাড়িতে।অন্যান্য পরিবারগুলি জলের সমস্যার জেরে ভিনরাজ্যে চলে গিয়েছে বলে স্থানীয়দের দাবি।যদিও অনেকে বাড়তি রোজগারের আশায় ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *