এক নজরে বিধাননগরের মাধ্যমিক রেজাল্ট ২০২৩
মিন্টু সিংহ, বিধাননগর: শুক্রবার প্রকাশিত হলো মাধ্যমিক রেজাল্ট ২০২৩। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার ৪টি স্কুলের রেজাল্ট দেখে নেবো। বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ২১৯ জন, পাশ করেছে ১৪৬ জন। তন্ময় বর্মন ৫৭৮ নম্বর পেয়ে স্কুলের প্রথম হয়েছে। মুরালিগঞ্জ হাইস্কুল মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১৩৯ জন, পাশ করেছে ১৩১ জন। হরেকৃষ্ণ রায় ৬৪৭ নম্বর পেয়ে স্কুলের প্রথম হয়েছে। বিধাননগর কুরবান আলী হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১৩৭ জন, পাশ করেছে ৬৩ জন। সঙ্গীতা ভাওয়াল ৪৫১ নম্বর পেয়ে স্কুলের প্রথম হয়েছে। মাদাতি হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১৩৬ জন, পাশ করেছে ৮৭ জন। সায়নি বেগম ৩৪৮ নম্বর পেয়ে স্কুলের প্রথম হয়েছে।