এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য
নিউজ ডেস্ক, শিলিগুড়ি:ধর্ষণকাণ্ডে অভিযুক্ত খিরেন রায়।টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার নাবালিকা, হাঁটুর বয়সী এক নাবালিকাকে বারংবার ধর্ষণের অভিযোগ উঠল ৫০ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে, মেয়ের বাড়ির পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে খিরেন রায় নামে এক ব্যক্তিকে, খিরেন রায়ের বাড়ি রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পানাশুড়ি গ্রামে, পুলিশ সূত্রে জানা যায় যে খিরেন রায়ে বাড়িতে প্রতিদিন টিভি দেখতে আসত এলাকার এক নাবালীকা, খিরেন রায় এলাকার এক নবম শ্রেণীর ছাত্রীকে বারংবার বাড়িতেই ধর্ষণ করে, ঘটনার খবর গতকাল নজরে পরে নাবালীকার পরিবারের, মেয়ের শারীরিক অসুস্থতার কারণ দেখার পর জানতে পারে দুই মাসের গর্ভবতী হয়েছে সেই নাবালিকা, তার পর পুরো ঘটনা শোনার পর রাজগঞ্জ থানার অধিন বেলাকবা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করা হয় শনিবার সকালে, তার পরেই লিখিত অভিযোগ এর ভিত্তিতে শনিবার সকালে খিরেন রায় কে গ্রেফতার করে রাজগঞ্জ থানায় নিয়ে আসা হয়, শনিবার কোর্টে তোলা হবে অভিযুক্ত খিরেন রায় কে, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।