এক ব্যক্তির মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ ধূপগুড়িতে
ধূপগুড়ি: এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র ধূপগুড়িতে চাঞ্চল্য ছড়ায়। গুজব তৈরি হয় যে করোনায় আক্রান্ত হয়ে ঐ ব্যক্তির মৃত্যু হয়। এমনকি বিভিন্ন মাধ্যমে সেই খবর ছড়িয়ে পরে বলে অভিযোগ ওঠে। ধূপগুড়ি পুরসভা থেকে জানা গিয়েছে দশ নং ওয়ার্ডের দোলাপাড়া এলাকার বাসিন্দা পঞ্চানন ঘোষ (৬২) নামের ওই ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন না। তিনি বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতে মারা গিয়েছেন। পুরসভা থেকে জানা গিয়েছে মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না। পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, “মৃত ব্যক্তির করোনা টেস্ট হয়নি, যেহেতু করোনা টেস্ট হয়নি, স্বাভাবিক ভাবে করোনা পজিটিভ বলা যাবেনা। তাই আমরা নেগেটিভ হিসেবে ধরে নিই। তাঁর পরিবারের সাথে কথা বলে ধূপগুড়ি মহাশ্মশানে দাহকার্য করা হয়।” তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মনে আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির পুত্র করোনায় আক্রান্ত হয়েছেন।ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং বলেন,” বিভিন্ন ভাবে একাধিক ভুয়ো খবরের জন্য পরিবেশে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। জেলা প্রশাসনকে পুরো বিষয়টি দেখার জন্য অনুরোধ করব। করোনা সম্পর্কে যারা এই ধরনের ভুয়ো খবর ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানাবেন বলে ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন। এ বিষয়ে জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন,” ধূপগুড়ির বিষয়টি শুনেছি। এবিষয়ে খোঁজখবর নিচ্ছি।”