এখে জমির দুইজন দাবীদার, আউকাশাং এলাকা’ত

রবি রায়, ফুলবাড়িঃ শিলিগুড়ি শহর বা আশেপাশের এলাকাত দিনকে দিন জমি নিয়া নানান জালিয়াতির খবর প্রতিদিন প্রকাশিত হচে নানান সংবাদ মাধ্যম’ত। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এখে জমির অরিজিনাল কাগজ হুবুহু দুই বা তিনজন জমির মালিক পক্ষের কাছত আছে। আর এইনঙ ঘটনাটা ঘটিল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ১ জিপির কামরাঙ্গাগুড়িত এখে জমির দুই জন দাবীদারের ঘটনা সামন’ত আসিল। জানা যায়, জটিয়াকালি নিবাসী আবাদ হুসেন কামরাঙ্গাগুড়ির মসজিদলার পাশের জমিন নিজের বলে দাবী করেছেন। আবাদ হুসেন জানান, এই জমি অমার ঠাকুর দা দিদার বক্স তার বাবা ডায়লিন হুসেন’ক দিছিলেন। আর ডায়লন হুসেনের বেটা হিসাবে আবাদ হুসেন বর্তমানে এই জমির মালিক বলে অমার দাবী। আবাদ হুসেন আরও জানান, শিলিগুড়ির বাবুপাড়ার নিবাসী শিবাশিষ মৈত্র এই জমিটাক নিজের বুলি দাবি করেছে আরহ অমা রাতির আন্ধকার’ত জমিত আসি বাউন্ডারীও করি দিয়া গেইছে। এখে জমির দুইজন দাবীদার হওয়াতে দুই পক্ষয় আইনের সাহায্য নিছেন বুলি জানা গেইছে। এই নিয়া এলাকাত আউকাশাং তৈয়ার হইছে। অইন্যপাখে সূত্র মারফৎ জানা যায়, আবাদ হুসেনের দাবী করা জমিনের মূল মালিকানা শিবাশিষ মৈত্রের এক পিসি আর অমাল কাছতো জমির বৈধ কাগজ পত্র আছে বুলি জানা গেইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *