এটিএম লুটের চেষ্টার অভিযোগে প্রধাননগর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক, শিলিগুড়ি: বৃহস্পতিবার রাতে মোদিত বোথরা নামক এক যুবক বিশ্বদীপ সিনেমা হল সংলগ্ন এক এটিএম এ প্রবেশ করে এটিএম এর শার্টার নামিয়ে শুরু করে এটিএম ভাঙচুর । তবে এটিএম লুটের আগেই বেজে উঠে এটিএম এলার্ম । এলার্ম বাজাতেই দৌড়ে পালায় মোদিত বোথরা নামক সেই যুবক । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ পরবর্তীতে এটিএম-এ থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শনাক্ত করা হয় লুটের চেষ্টায় আসা যুবককে ।

যুবককে শনাক্ত করে যুবকের সন্ধানে বিভিন্ন এলাকায় হন্যে হয়ে তল্লাশি চালায় প্রধাননগর থানার পুলিশ । পুলিশ সূত্রের খবর অনুযায়ী পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য মাথার নকল চুল লাগিয়ে পুলিশকে বিভ্রান্ত করে পালানোর চেষ্টা করেছিল সেই যুবক । তবে কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পরে প্রধাননগর থানা এলাকা থেকেই প্রধাননগর থানার পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় মোদিত বোথরা নামক সেই যুবককে ।

জানা গিয়েছে ধৃত মোদিত বোথরা সিকিমের বাসিন্দা । ধৃত মোদিত বোথরা কে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে প্রধাননগর থানার পুলিশ । ধৃত মোদিত বোথরা এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়েও তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *