এবারও জামালদহের টি গার্ডেনের দূর্গা পুজা মন কাড়বে দর্শনার্থীদের
বিজয় চন্দ্র বর্মন,মেখলিগঞ্জঃ গতবছরের মতো এবারেও মেখলিগঞ্জের জামালদহ টি গার্ডেনের দূর্গা পুজা নজর কাড়বে দর্শনার্থীদের। সেখানে প্যান্ডেল থেকে শুরু করে দূর্গা প্রতিমা, কোনও কিছুতেই কোনও চমক নেই, অথচ পুজোর কয়েকদিন ঢল নামে দর্শকের। কিন্তু কেন ? তিনদিক অরন্যে ঘেরা আর রাজ্য সড়কের পাশের চা বাগানের মাঝখানে মায়ের মন্দিরে সত্যিই যেন এক মায়াবি পরিবেশ সৃষ্টি করে আবির্ভূত হন মা দূর্গা। কি দিনে, কি রাতে সেখানকার মনোমুগ্ধকর প্রকৃতির রূপ আপনাকে আকৃষ্ট করবেই। জামালদহ টি গার্ডেনের পুজো এবার দ্বিতীয় বর্ষে পা রাখলো। সেখানে পুজোর দিন গুলিতে যেভাবে দর্শনার্থীদের ঢল নামে, তা সামাল দিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। আয়োজক গৌতম সরকার, উত্তম সরকার জানান, করোনা পরিস্থিতিতে একেবারে সকলে যাতে স্বাস্থ্য বিধি মেনে দূর্গা মাকে দর্শন করতে পারেন তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সকলকেই সাদর আমন্ত্রন।