এলআইসি 2 নং শাখার ৩২ তম জন্মবার্ষিকী উপলক্ষে জলপাইগুড়ি ২ নং শাখা অফিস রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
জলপাইগুড়ি: রামপ্রসাদ মোদকের রিপোর্ট :এলআইসি ২ নং শাখার ৩২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভাগীয় বীমা কর্মচারী সমিতি জলপাইগুড়ি ২ নং শাখা এবং এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া জলপাইগুড়ি ২ নং শাখার উদ্যোগে জলপাইগুড়িতে এলআইসির জলপাইগুড়ি ২ নং শাখা অফিসে মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টা থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকাল সাড়ে দশটায় এই শিবিরের উদ্বোধন করার কথা থাকলে প্রাকৃতিক দুর্যোগের কারণে সময় পিছিয়ে যায়। একটি অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান শিবিরের উদ্বোধন করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার সুদীপন মিত্র উপস্থিত ছিলেন এলআইসি’র ডিভিশনাল ম্যানেজার পুলক দে, ব্রাঞ্চ ম্যানেজার মলয় কুমার বর্মন, বীমা কর্মচারী সমিতির সর্বভারতীয় সহ-সভাপতি ধ্রুবজ্যোতি গাঙ্গুলী, সংগঠনের ডিভিশনাল কমিটির সম্পাদক দীপক সরকার এবং জলপাইগুড়ির বিশিষ্ট কবি সপ্তাজ ভৌমিক।