এলাকার উন্নয়নের জন্য বিরোধী দলের প্রার্থীদের এক মঞ্চে বসার আহ্বান গিরীন্দ্রনাথের

Posted by : Kshiroda Roy

সৌমিত্র বর্মন, ফুলবাড়ী: এলাকার উন্নয়নের স্বার্থে বিরোধী দলের প্রার্থীরা যদি ডাকে আমি এক মঞ্চে থাকতে রাজি এমনটাই নির্বাচনী প্রচারে এসে বললেন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন। তিনি বলেন, সিপিএমের সঙ্গে বিরোধ নেই, কংগ্রেসের সঙ্গে বিরোধ নেই, বিজেপির সঙ্গে বিরোধ নেই। আমরা এলাকার উন্নয়ন, উন্নয়নের স্বার্থে বিরোধী দলের প্রার্থীরা যদি ডাকে আমি এক মঞ্চে থাকতে রাজি। এলাকার উন্নয়নের জন্য কি কি কাজ করা উচিত সেই সব কাজ আমাদের মধ্যে যে জিতবে সেই করবে বলে তিনি আবেদন করেন।রবিবার মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের ফুলবাড়িতে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন। এদিন তিনি দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের নিয়ে মেলার ডাঙ্গা, নবগঞ্জ, অধিকারী পাড়া, সরকারের ডাঙ্গা, ঢ্যাপবাড়ি, ক্ষেতি, টেংনামারী সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী সভা করে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। এদিন তিনি এলাকার বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেন।প্রার্থী গিরিন বাবু বলেন, তিনি যদি বিজয়ী হন ফুলবাড়ির সার্বিক উন্নয়নের জন্য জলঢাকা নদীর উপর সেতু, একটি মহিলা উচ্চ বিদ্যালয় এবং একটি বহুমুখী হিমঘর স্থাপনের জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করবেন। এছাড়াও তিনি মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিরোধী দলের প্রার্থীদের কাছে আবেদন করেন বলেন, আমরা সবাই মাথাভাঙ্গার মানুষের সেবা করার জন্য, উন্নতি করার জন্য এবং এলাকার উন্নয়নের জন্য বিধানসভায় দাঁড়িয়েছি। আসুন না আমরা এক মঞ্চে দাঁড়িয়ে কথা দেই আমরা মাথাভাঙ্গাবাসীর উন্নয়ন করবো, যে জিতবে সে সেই দায়িত্ব পালন করবে।এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সম্পাদিকা শশীবালা অধিকারী,এদিন তিনি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মনকে বিপুল ভোটে জয়ী করার আবেদন করেন। এছাড়া উপস্থিত ছিলেন মাথাভাঙা ২ নং ব্লক যুব সভাপতি কমলেশ অধিকারী, মাথাভাঙা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সদস্য চঞ্চল বর্মন, মাথাভাঙা ২ নং পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মধক্ষ্য করুণা বর্মন, ফুলবাড়ী অঞ্চল তৃণমূল কংগ্রেস কনভেনার তৈলক্য বর্মন, সুজয় বর্মন, মাথাভাঙা ২ নং পঞ্চায়েত সমিতির সদস্য অঞ্জলি বর্মন, কানন মল্লিক,ফুলবাড়ি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ বর্মন সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-নেত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *