এ বছরের ঈদের চিত্র মুখে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে হাতজোড় করে একে অপরকে ঈদের শুভেচ্ছা
নিউজ ডেস্ক, 26 শে মে : ঈদের অলিঙ্গনেও করোনার থাবা করোনার থাবা মানুষের জীবনের অনেক কিছুতেই পরিবর্তন এনেছে ।এবার সেই পরিবর্তন দেখা গেল পবিত্র ঈদ- উল ফিতর এর নামাজেও ।সরকারি নিয়ম মেনে এবার মাত্র পাঁচ জন করে মানুষ একসঙ্গে ঈদের নামাজ পড়া হয়।নামাজ শেষে ইতিপূর্বে সবাই পরস্পরের হাত ধরে মোছাফা বা সৌহার্দ্য বিনিময় করতো এবং কোলাকুলি করতো ।কিন্তু এবার আর সেই সৌহার্দ্য প্রদর্শন বা মহব্বতের ছবি চোখে পড়লো না ।এবার সবাই মুখে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে হাতজোড় করে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করলো বা ঈদ মোবারক জানালো ।এমনি ছবি দেখা গেল বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এর বানিদাস মসজিদে । নামাজ শেষে মসজিদ কমিটির সম্পাদক শিক্ষক আমিনাল হক বলেন ,”বেঁচে থাকলে মোছাফা বা আলিঙ্গন তো অনেক হবে ।এখন সুস্থ থাকা বা সুরক্ষিত থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।তাই দোয়া বা সৌহার্দ্য এবার দিলে দিলে হোক ,বুকে বুকে নয় ।আল্লাহ তাআলা বিশ্ববাসীকে এই করোনার হাত থেকে মুক্ত করুন — এই দোয়া করি ।”