ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এলেন বিশিষ্ট লোক শিল্পী সুবল গোপ
জয়দেব গোপ,চোপড়া ১৮মে:দেখতে দেখতে দেড় মাস অতিক্রান্ত করলো লক ডাউন।মানুষ গৃহ বন্দি,অনেকে অতিষ্ট। কিন্তু,উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের নয়াহাট এর বাসিন্দা লক্ষি প্রসাদ সিংহ ওরফে বাংরু লক ডাউনের মধ্যে ১৬ টি কাঠের তৈরী মুখোশ (মুখা ) তৈরি করে এক অনন্য নজির সৃষ্টি করেছে। লক্ষি প্রসাদ সিংহ পেশায় দিন মজুর হলেও,নেশায় একজন লোক শিল্পী। তিনি রামায়ণ রাজধারী মুখোস দলের একজন শিল্পী। সে রাবনের অভিনয় করে,দশ মাথার মুখোস পরে। তার কথায় তাদের শতাব্দী প্রাচীন মুখোস গুলি প্রায় নষ্ট হয়ে গেছে। তাই নিজের হাতে ১৬ টি মুখোস বানিয়ে ফেলেছেন লক ডাউনের মধ্যে। এর মধ্যে ১০ টি রাবনের মুখোস,আর ৬ টি- কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ ,অঙ্গদ, খর, দুষণ,ও বিভীষণ এর মুখোস। নিজের অভাবকে ভুলে শতাব্দী প্রাচীন মুখোস গানকে বাঁচিয়ে রাখাই এই কারিগর শিল্পীর ভাবনা ,বলে জানান চোপড়ার মুখোস দল পরিচালক ,তথা চোপড়ার প্রবীণ লোক শিল্পী সুবল গোপ।