ঐতিহ্যের নবজাগরণ: দেবী চৌধুরানী মন্দিরের সৌন্দর্যায়ন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
রাজগঞ্জ: রাজগঞ্জের শিকারপুরে অবস্থিত তিন শতাধিক বছরের ঐতিহ্যবাহী দেবী চৌধুরানী মন্দিরে সৌন্দর্যায়নের কাজ এখন জোরকদমে চলছে। আগামী ১০ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
প্রতিদিন বহু ধর্মপ্রাণ ভক্ত এবং পর্যটকের সমাগম ঘটে এই ঐতিহাসিক মন্দিরে। তবে প্রায় সাত বছর আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মন্দিরটি পুড়ে যায়। পরবর্তীতে রাজ্য সরকারের উদ্যোগে একই রূপে মন্দির ও প্রতিমা পুনর্নির্মাণ করা হয়।
রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন, গাজোলডোবা ডেভলপমেন্ট অথোরিটির উদ্যোগে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে সৌন্দর্যায়নের কাজ। এর মধ্যে রয়েছে মন্দিরের সীমানা প্রাচীর, নতুন প্রবেশদ্বার, ৪৬টি সোলার লাইট এবং দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা। বিশেষ আকর্ষণ হিসেবে সীমানা প্রাচীরে ফুটিয়ে তোলা হয়েছে চৌধুরানী ও ভবানী পাঠকের বীরত্বগাথা।
স্থানীয় বাসিন্দাদের আশা, এই উদ্যোগ দেবী চৌধুরানী মন্দিরকে নতুন পরিচিতি দেবে এবং ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে আরও আকর্ষণ বাড়াবে।
